Windows 10 এ ডিফল্ট নটিফিকেশন সাউন্ড পরিবর্তনের উপায়

আজকে আমি দেখাবে কিভাবে আপনার উইন্ডোজ ১০ কম্পিউটার বা ল্যাপটপের ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করবেন। আমি স্ক্রিনশট সহ এড করে দিয়েছি, আপনি সহজেই করে নিতে পারবেন। ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

ধাপ-১: প্রথমে আপনাকে Control Panel এ যেতে হবে। তার জন্য সার্চ অপশনে Control Panel লিখে সার্চ করুন। অথাবা ওয়ালপেপারের উপর রাইট ক্লিক করেও Control Panel এ যাওয়া যায়।

 

ধাপ-২: 
এবার কন্ট্রোল প্যানেলে Sound লিখে সার্চ করুন। এরপর Sound Option এ ক্লিক করুন।

 

ধাপ-৩: এবাট নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনি Sound, Communications, Playback, Recordings ইত্যাদি অপশন দেখতে পাবেন।
আপনি Sound এ ক্লিক করুন।
তারপর Notifications এ ক্লিক করবেন, এরপর আবার নিচের একটা Dropdown মেনু পাবেন, সেখানে ক্লিক করবেন।

 

নোটিফিকেশন অপশনে যাওয়ার পর আপনি অনেকগুলো সাউন্ড দেখতে পাবেন। এবার আপনার যে সাউন্ডটা পছন্দ সেটা সিলেক্ট করুন।

এবার আপনার সিলেক্ট করা নোটিফিকেশন সাউন্ড টি ইচ্ছা করলে,

টেস্ট করে নিতে পারবেন। তারপর আপনি Apply তে ক্লিক করে সেইভ করে নিন।

 

আশা করি বুঝতে পেরেছেন। আপনি এভাবেই খুব সহজে নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করতে পারবেন। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

Leave a Comment