আজকে দেখাবো কিভাবে ফেসবুক ডাউনলোড করবেন।
বন্ধুরা ফেসবুক আমাদের প্রতিদিনের জীবনে একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট, গুগল, ইউটিউব ইত্যাদির পাশাপাশি ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশাল সাইট।
এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছেন। তাছাড়া ফেসবুকে এখন, টিভি থেকে শুরু করে নাটক, মুভি কিংবা গান শোনা সবই করা যায়। বন্ধুবান্ধব বা আত্মীয়, যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ফেসবুকের বড় একটা ভূমিকা আমরা লক্ষ করতে পারি।
তাই প্রতিটা ফোনেই এখন ফেসবুক এপ থাকা যেন অতীব জরুরী হয়ে দাঁড়িয়েছে। অনেকেই কিভাবে ফেসবুক ডাউনলোড করতে হয় তা জানেন না, তাই আজকে আমি টিউটোরিয়াল টা বানালাম, আশা করি আপনারা উপকৃত হবেন।
ফেসবুক কিভাবে ডাউনলোড করবো
বন্ধুরা ফেসবুক ডাউনলোড করতে হলে প্রথমেই আপনার ফোনে প্লে স্টোর এবং একটা জিমেইল আইডি খোলা থাকতে হবে। আর যদি প্লে স্টোর খোলা না থাকে তাহলে আপনি নিচের পোস্ট টা পড়ে নিতে পারেন।
- জিমেইল আইডি এবং প্লে স্টোর খোলার পর এবার আপনার কাজ হলো প্রথমে প্লে স্টোর এপে প্রবেশ করুন।
- এবার উপরে থাকা সার্চ বারে ক্লিক করুন।
- এবার এখানে Facebook লিখে সার্চ করুন।
- সার্চ করার পর আপনার সামনে নিচের ছবিটির মত Facebook এপটি চলে আসবে। এবার একটা ডাউনলোড বাটন দেখতে পাবেন। ডাউনলোড করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার ফোনে আগে থেকেই ফেসবুক আছে তাই ডাউনলোড এর জায়গায় আপডেট বাটন দেখাচ্ছে।
এরপর ডাউনলোড হয়ে অটোমেটিক ফেসবুক এপটি ইনস্টল হয়ে যাবে। এরপর আপনি আপনার ফেসবুক আইডি লগিন করে বা নতুন একাউন্ট করে ফেসবুক চালাতে পারবেন।
কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয় তা নিয়ে পরবর্তীতে পোস্ট করা হবে। আশা করি বুঝতে পরেছেন।