প্রতিদিন নতুন পোস্ট করার জন্য টপিক বা আইডিয়া কোথায় পাবেন?

নতুন সাইট করেছেন অথচ প্রতিদিন পোস্ট করার টপিক বা আইডা খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, বন্ধুরা এই সমস্যা শুধু আপনার একার না। নতুন টপিক খুঁজে পাওয়া নিয়ে সমস্যা প্রায় প্রতিটা ব্লগারকেই পড়তে হয়েছে। যারা এই ব্লগিং এর লাইনে নতুন বা মাত্র শুরু করেছেন তারাই হয়ত এই সমস্যাটায় বেশি পড়ে থাকেন।
সাইটে যদি পোস্ট না থাকে তাহলে এ সাইট চালিয়ে লাভ কি? তাই প্রতিদিন নতুন নতুন পোস্ট বা আর্টিকেল লেখা একটা প্রয়োজনীয় বিষয়। তাছাড়া সার্চ ইন্জ্ঞিন গুলোও, প্রতিদিন নতুন পোস্ট পাবলিশ করা হয় এরকম সাইট গুলো ক্রল করতে পছন্দ করে। তাই আপনার সাইটে যদি প্রতিদিন আপনি নতুন নতুন আর্টিকেল বা পোস্ট পাবলিশ করেন, তাহলে গুগলে বা সার্চ রেজাল্টে ভালো ফলাফল পাবার সম্ভাবনা থাকে।
সেই সাথে সাইটে ভিজিটরও বাড়ানো সম্ভব। প্রতিদিন গুগল বা অন্যান্য সার্চ রেজাল্ট থেকেও ভালো পরিমাণ ভিজিটর আসতে শুরু করবে। তাই প্রতিদিন নতুন আর্টিকেল পোস্ট করা ভালো। এখন চলুন দেখা নেয়া যাক প্রতিদিন নতুন নতুন টপিক কোথায় পাবেন।

১. সাম্প্রতিক বিষয় নিয়ে লেখাঃ

এটি একটি সহজ মাধ্যম নতুন পোস্টের টপিক পাওয়ার জন্য। আপনি আপনার আশেপাশে বা সোশাল মিডিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা বা ভাইরাল হওয়া কোন টপিক নিয়ে লিখতে পারেন। এতে করে সাইটে অনেক ভিজিটও পাবেন। কারন মানুষ তখন সেই সাম্প্রতিক ঘটে যাওয়া বিশেষ ঘটনাটি বেশি বেশি সার্চ করবে, তখন হয়তো আপনার সাইটের পোস্ট টিও সার্চ রেজাল্টে চলতে আসতে  পারে।
তাই সবসময় সোশাল মিডিয়া, খবরের কাগজ, ম্যাগাজিন, বা অনলাইন ফোরাম গুলোতে চোখ রাখতে পারেন।

২. প্রশ্ন-উত্তর সাইট গুলো ফলো করাঃ

নতুন টপিক খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন-উত্তর সাইটগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। এসব সাইটে মানুষ প্রতিদিন অনেক অনেক নতুন নতুন প্রশ্ন করে থাকেন। সেখানে যদি কোন প্রশ্নের উত্তর জানা থাকে, সেই বিষয়টা নিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন। এবং প্রশ্ন-উত্তর সাইটের সেই প্রশ্নের উত্তরে আপনি আপনার সাইটের পোস্টের লিংকটা দিতে পারেন। 
এতে করে সাইটে নতুন পোস্ট যেমন হবে পাশাপাশি কিছু ভিজিটরও পেয়ে যাবেন।
 

৩. অন্যান্য ফোরাম সাইট গুলো ফলো করাঃ

আপনি যদি টেকনোলজি প্রেমিক হয়ে থাকেন তাহলে টেক ফোরাম গুলো ফলো রাখতে পারেন। বিশেষ করে WordPress, Blogger, YouTube, এসব সাইটের হেল্প ফোরাম গুলো ফলো রাখতে পারেন।
এখানে প্রতিদিন অনেক সমস্যা সমাধান চেয়ে পোস্ট করে থাকে। তো আপনি সেই সমস্যার সমাধান নিয়ে পোস্ট লিখতে পারেন।
 
তাছাড়া এখন টেকনোলজির যুগ। তাই প্রতিদিন নতুন নতুন টেকনোলজি যেমন আমরা পাচ্ছি তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যাও। আপনি সেগুলো নিয়েও পোস্ট করতে পারেন। 
 
তাছাড়া Google, Bing, Yandex, Yahoo, Baidu, ইত্যাদি জনপ্রিয় সার্চ ইন্জ্ঞিন গুলো ট্রেন্ডিং সার্চগুলো নিয়েও পোস্ট করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।

Leave a Comment